শনিবার বিকালে আনুষ্ঠানিকভাবে এ সোলার প্যানেল প্রদান করেন তিনি। এ সময় বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, আলীকদম সেনাবাহিনীর জোন কমান্ডার লে.কর্ণেল মাহাবুবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা খিনওয়ান নু, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুছা ফারুকী বিশেষ অতিথি ছিলেন। মন্ত্রীর হাত থেকে সোলার প্যানেল গ্রহণ করেন আজিজনগর হর্টিকালচার সেন্টারের উপ-সহকারী উদ্যান কর্মকর্তা মো.সালাহ উদ্দিন।