বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. তানফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইসমাইল প্রধান অতিথি ছিলেন। এতে ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. জাফর উল্লাহ্ জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহকারি অধ্যাপক (ইংরেজি বিভাগ) মুহিব উল্লাহ, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ভুঁঞা, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এম. ইমতিয়াজ, লামামুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল শুক্কুর ও লাইনঝিরি দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডডেন্ট মাওলানা মো. ইব্রাহীম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যতীন্দ্র মোহন মন্ডল প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে বনভোজনে অংশ গ্রহণের পর স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহনে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইসমাইল বলেছেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সুশিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে কাজ করছেন। বছরের প্রথম দিনে শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেয়া, বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ জাতিয়করণ, ব্যাপক অবকাঠামোর উন্নয়ন, শিক্ষা উপকরণ, ছাত্রাবাস নির্মাণসহ যোগাযোগ ও মাল্টিমিডিয়ার মাধ্যমে যুগোপযোপি মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা, উপবৃত্তি, স্কুল ফিডিং ও বিদ্যুৎ সংযোগ ইত্যাদি সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে।