লামায় হাম রোগ : দুর্গম পাহাড়ের ২৬ পাড়ার ৭০৩ শিশুকে টিকা প্রদান
প্রতি বছরের মত চলতি বছরেও সরকারের স্বাস্থ্য বিভাগ গত ১৮ মার্চ থেকে আগামী ১২ এপ্রিল পর্যন্ত ৯ মাস থেকে ১০ বছর বয়সী সকল শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার উদ্যোগ গ্রহণ করে। কিন্তু করোনা ভাইরাস আক্রমণের কারণে আপাতত হাম-রুবেলা ক্যাম্পেইন স্থগিত ঘোষনা করে স্বাস্থ্য বিভাগ। ঠিক তখনিই বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার পাড়াগুলোতে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এ কারণে ক্যাম্পেইন স্থগিত থাকা সত্বেও ২৬টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও বাঙ্গালী পাড়ার ৭০৩ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
সূত্র জানায়, চলতি বছরের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে উপজেলা সদর ইউনিয়নের পুরাতন লাইল্যা মুরুং পাড়ায় হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এতে ৩৫জন পাড়াবাসী এ রোগে আক্রান্ত হয় ও এক শিশু মারা যায়। উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ বিষয়টি মাথায় রেখে আউটব্রেক অনুসন্ধান কার্যক্রম শুরু করেন।
এজন্য একজন সহকারী স্বাস্থ্য পরিদর্শককে প্রধান করে ২জন স্বাস্থ্য সহকারীর সমন্বয়ে ৩ সদস্যের ৩টি ভ্যাকসিনেশন টিমও গঠন করা হয়। পরে দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও বাঙ্গালী পাড়ায় আউটব্রেক অনুসন্ধানের মাধ্যমে উপজেলার পুরাতন তাউ পাড়া, নতুন তাউ পাড়া, লক্ষণ ঝিরি মুরুং পাড়া, লক্ষণঝিরি মুসলিম পাড়া, ক্ষুদিঝিরি মার্মা পাড়া, কালু মুরুং পাড়া (নতুন ও পুরাতন), কয়লা পুডার ঝিরি মার্মা পাড়া, বদলা পাড়া, সিনাই পাড়া, শিলাচন্দ্র পাড়া, নতুন লাইল্যা পাড়া, পুরাতন লাইল্যা পাড়া, খ্রিষ্টান পাড়া, ডলুরঝিরি মার্মা পাড়া, কাংকু উপর পাড়া, কলই পাড়া, বুলুং পাড়া, নতুন টুক্রইং পাড়া, মালা ঝিরি পাড়া, মাংখ্যাই পাড়া, অংহ্ণাই কারবারী পাড়া, মেরিং পাড়া, গন্ডু পাড়া, কাইরং পাড়া, অংহ্লা পাড়া, পারাউ মেম্বার পাড়ার ৭০৩ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হয়।
লামা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) রুপন কান্তি চৌধুরী জানান, ইতিমধ্যে উপজেলা সদর ইউনিয়নে পুরাতন লাইল্যা মুরুং পাড়ার ৮ পরিবারের ৩৫ সদস্য এ রোগে আক্রান্ত হয়। এ সময় দুতিয়া মুরুং নামের এক শিশুও মারা যায়। পরে আক্রান্ত ৩৩ জন হাম রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ভালো করা হয়। এ কারণে দুর্গমতা বিবেচনায় ২৬টি পাড়ায় টিকা প্রদানের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় প্রাদুর্ভাব দেখা দেয়ার কারণে আউটব্রেক অনুসন্ধানের মাধ্যমে হাম রুবেলা টিকা প্রদান করা হয়। করোনা ভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হলে উপজেলার সর্বমোট ৩৫ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পাড়ার ৮ পরিবারের ৩৩ জন হাম রোগী সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।