লামায় হেফজুল কোরআন ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

NewsDetails_01

লামায় হেফজুল কোরআন ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা
বান্দরবানের লামা উপজেলায় উৎসবমুখর পরিবেশে কোমলমতি দ্বিনী শিক্ষার্থীদের নিয়ে ‘ছিদ্দিকুল আলম ডন’ ফাউন্ডেশনের উদ্যোগে হেফজুল কোরআন, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দিনব্যাপী লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউজের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৭টি গ্রুপে উপজেলার কয়েকটি মাদ্রাসা, হেফজখানা ও কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী গ্রুপগুলো হলো, হেফজুল কোরআন (১-১০ পারা), হেফজুল কোরআন (১-৩০ পারা), কেরাত প্রতিযোগিতা, হাদীস প্রতিযোগিতা, আযান, মাসারিল ও হামদ্-নাত (ইসলামি সংগীত)। প্রতিযোগিতা শেষে প্রতিটি গ্রুপে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিদ্দিকুল আলম ডন ফাউন্ডেশনের পরিচালক ছিদ্দিকুল আলম ডনের সভাপতিত্বে অতিথি ছিলেন, পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম। প্রতিযোগিতায় বিচারক ছিলেন, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. ইব্রাহিম, কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা আজিজুল হক, চেয়ারম্যান পাড়া জামে মসজিদের খতিব শহীদুল হক, পাহাড়তলী জামে মসজিদের খতিব মাওলানা ইয়াহিয়া, চাম্পাতলী জামে মসজিদের খতিব মুহাম্মদ বিন আহাম্মদ, দারুল কাউছার মাদ্রাসার শিক্ষক মাওলানা আতাউল্লাহ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, বিশিষ্ট সমাজসেবক নুর মোহাম্মদ মিন্টু।
এছাড়া অনুষ্ঠানে মসজিদের ঈমাম, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন- লামা যুব রেডক্রিসেন্ট’র সদস্যরা।

আরও পড়ুন