বান্দরবানে অরক্ষিত সীমান্ত দিয়ে গরু পাচার কোন ভাবেই থামছেনা। এবার নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র অভিযানে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের তীরেরডিভা বিজিবি ক্যাম্প এবং জারুলিয়াছড়ি, ভালুখাইয়া, আশারতলী, ফুলতলী বিওপির সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে দেশে আসা ১৬০টি গরু আটক করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি রাত ৯টা থেকে ৫ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব গরু আটক করা হয়।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল রেজাউল করিম বলেন, উদ্ধারকৃত মিয়ানমারের গরুর আনুমানিক সিজার মূল্য ২ কোটি টাকা বলে ধারনা করা হচ্ছে।
বিজিবি এক প্রেস রিলিজে জানায়, সীমান্ত পথে গরু চোরাচালান রোধকল্পে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক কঠোর নজরদারী ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। এছাড়া যেকোন মূল্যে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) চোরাচালান প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করবে।
বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল রেজাউল করিম আরো জানান, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ মিয়ানমারের গরু, মাদকদ্রব্য পাচার, অস্ত্র, অবৈধ কাঠ পাচার-পরিবহন, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং অত্র এলাকায় যেকোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।