বান্দরবানের লামা উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩০ কেজি ঝাটকা ইলিশ মাছ জব্দ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু উপজেলা শহরের মাছ বাজারে অভিযান পরিচালনা করে এ ঝাটকা ইলিশ জব্দ করেন। এ সময় মৎস্য দপ্তরের উদ্যোগে ঝাটকা ইলিশ মাছ ক্রয়-বিক্রয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ পারভেজ রাজু বলেন, জব্দকৃত ঝাটকা ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও শিশু সদনসমূহে বিতরণ করা হয়েছে।
2 মন্তব্য
ধন্যবাদ জানায় ভ্রাম্যমান আদালতকে,সাথে সাথে এই অনুরোধ রইল মাছে যাহাতে বিষাক্ত ফরমালিন মিশাতে না পারে তার ব্যবস্হা গ্রহনের জন্য কারন এই গরম কালেই মাছসহ অন্যান্য খাদ্যদ্রব্যে ইহা বেশি দেয়া হয়…ধন্যবাদ ইউ এন ও ম্যাডাম এবং মৎস্য কর্মকর্তা মহোদয়কে…
agolo to sagar teke dorar kotha…bazer teke dorlo kn..???