লামায় ২৬৬ জন আলেম পেলো পার্বত্য জেলা পরিষদের ঈদ উপহার

বান্দরবানের লামা উপজেলার ২৬৬ জন আলেমকে ঈদ উপহার হিসেবে নগদ টাকা প্রদান করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র নির্দেশনায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃপক্ষ উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের প্রতিজন আলেমকে ১ হাজার টাকা হারে ঈদ উপহার প্রদান করেন।

NewsDetails_03

আজ সোমবার (১ মে) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্ববধানে উপজেলা পরিষদ সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে আলেমদের হাতে উপহারের টাকা তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

উপহার প্রদান অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, শেখ মাহাবুবুর রহমান ও মোজাম্মেল হক বাহাদুর, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম প্রমুখ অতিথি ছিলেন।

আরও পড়ুন