লামায় ৩২০ শিক্ষার্থী পেল নতুন বছরের ডায়েরী

purabi burmese market

বান্দরবানের লামা উপজেলায় আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩২০ কোমলমতি শিশু শিক্ষার্থীর মাঝে নতুন বছরের ডায়েরী বিতরণ করা হয়েছে। শিক্ষার গুনগতমান ও উপস্থিতির হার বৃদ্ধিসহ অভিভাবকদেরকে সচেতন করার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল শিক্ষার্থীদের হাতে এ ডায়েরী তুলে দেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু দাউদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মো. ইলিয়াছ পারভেজসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল বলেন, সারা দেশের মত বান্দরবান জেলায়ও ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ডায়েরী প্রদান করা হচ্ছে। ডায়েরী পেয়ে খুশিতে আতœহারা হয়ে পড়ে শিশু শিক্ষার্থীরা।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।