লামায় ৪ হাজার ইয়াবা ও গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ি আটক

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় মরণ নেশা জাতীয় ট্যাবলেট ইয়াবা ও গাঁজা সহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার সকালে উপজেলার আজিজনগর ইউনিয়নের দুর্গম পাহাড়ি তেলুনিয়া পাড়া থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো-তেলুনিয়াপাড়ার বাসিন্দা মৃত আবদুস সত্তারের ছেলে বেলাল হোসেন মধু (৪২) ও কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হোয়াইক্য ইউনিয়নের ফোরসাপাড়ার বাসিন্দা আবদুস শুক্কুরের ছেলে আবু সুফিয়ান শফি (৪৫)।

NewsDetails_03

সূত্র জানায়, মধু ও তার সহযোগি মিলে দীর্ঘদিন ধরে উপজেলার আজিজনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে মরণ নেশা ইয়াবা ট্যাবলেট ও গাঁজার ব্যবসা পরিচালনা করে আসছে; এমন সংবাদের ভিত্তিতে আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. শামীম শেখের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তেলুনিয়া পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ি মধুকে তার সহযোগিসহ আটকের পাশাপাশি তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন