লামায় ৬২৩ জন পেলো পুষ্ঠি ভাতা

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে ৬২৩ জন দরিদ্র-অতিদরিদ্র দুগ্ধদানকারী মা ও গর্ভবর্তী নারীদের মাঝে ২৮ লাখ ২২ হাজার ১৯০ টাকা বিকাশের মাধ্যমে এককালীন ভাতা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ফাইতং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সরকারী লাইন ডিপার্টমেন্ট ও মূল অংশিদারদের নিয়ে এক সমন্বয় সভা শেষে উপকারভোগীদেও মাঝে এ ভাতা প্রদান করা হয় ।

NewsDetails_03

হেলেন কেলার ইন্টারন্যাশনালের সহায়তায় তহ্জিংডং পরিচালিত বানি প্রকল্পের পাশাপাশি মাল্টি-পারপাস ক্যাশ এসিসটেন্ট প্রকল্পের আওতায় এ ভাতা প্রদান করা হয়। মা ও শিশুর পুষ্ঠি চাহিদা পূরণের লক্ষে প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর তন্ময় চাকমা ভাতা প্রদান কর্মসূচীর উদ্ভোধন করেন। প্রতিজন উপকারভোগী মা’কে দেয়া হয় ৪ হাজার ৫৩০টা।

স্বাস্থ্য পরিদর্শক আমজাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন পরিষদ সদস্য শহিদুল ইসলাম মিন্টু, হেলেন কেলারের মাষ্টার ট্রেইনার মো. রাহাত ইসলাম, স্বাস্থ্য সহকারী মহি উদ্দিন ও কনক প্রভাষ দাশ, প্রকল্পের মাঠ সহায়ক বাবু মং মার্মা ও মংছাচিং কারবারী, সর্দার ও সুবিধাভোগীগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন