লামায় ৬৪ কৃষক পেলো কারিতাসের বিনামূল্যের সবজি বীজ

NewsDetails_01

কারিতাসের বিনামূল্যের সবজি বীজ
বান্দরবানের লামা উপজেলায় বিনামুল্যে ২৩কেজি উন্নত জাতের সবজি বীজ পেলো ৬৪জন প্রান্তিক কৃষক। আজ রবিবার বিকালে বেসরকারী সংস্থা কারিতাসের এগ্রো ইকোলজি প্রকল্পের উদ্যোগে উপজেলা কার্যালয়ে এসব বীজ বিতরণ করা হয়। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপ-সহকারী পরিচালক নয়ন খ্রীষ্টপার বীজ বিতরণ উদ্বোধন করেন।
এ সময় প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার, মাঠ সহায়ক, উপকারভোগী কৃষকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণকৃত বীজের মধ্যে রয়েছে শসা, বরবটি, ঢেড়শ, পুইশাক ইত্যাদি। বীজ বিতরনের সত্যতা নিশ্চিত করে প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার বলেন, চলতি মৌসুমে উপজেলার ৩০জন জুম জুম চাষিকে জন প্রতি ২ হাজার টাকা হারে বীজ ও চারা বিতরনের পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন