লামায় ৯১ কৃষকের মাঝে দেশীয় জাতের ধান বীজ বিতরণ

NewsDetails_01

লামায় কৃষকের মাঝে দেশীয় জাতের ধান বীজ বিতরণ করছেন, প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুন সিকদার
বান্দরবানের লামা উপজেলায় প্রান্তিক কৃষকের মাঝে দেশীয় জাতের বি আর ১০-১১ ধান বীজ বিতরণ করেছে কারিতাস চট্টগ্রাম অঞ্চলের এগ্রো ইকোলজি সিএইচটি প্রকল্প। আজ বুধবার সকালে উপজেলার রুপসীপাড়া, ফাঁসিয়াখালী ও পৌরসভা এলাকার ৯১ জন উপকারভোগী কৃষকের মাঝে এ ধান বীজ বিতরণ করা হয়।
প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুন সিকদার বীজ বিতরণ উদ্বোধন করেন। উপজেলা কার্যালয় চত্বরে অনুষ্টিত বিতরণ অনুষ্ঠানে প্রকল্পের সিনিয়র মাঠ সহায়ক কৃষিবীদ উজ্জল চাকমা, পলাশ চাকমা, মংয়ই মার্মা, প্রিয়াংকা ত্রিপুরা ও ইটা চাকমা উপস্থিত ছিলেন। প্রাপ্ত ধান বীজ যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করে তোলার পরামর্শ প্রদান করেন, প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুন সিকদার।

আরও পড়ুন