প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুন সিকদার বীজ বিতরণ উদ্বোধন করেন। উপজেলা কার্যালয় চত্বরে অনুষ্টিত বিতরণ অনুষ্ঠানে প্রকল্পের সিনিয়র মাঠ সহায়ক কৃষিবীদ উজ্জল চাকমা, পলাশ চাকমা, মংয়ই মার্মা, প্রিয়াংকা ত্রিপুরা ও ইটা চাকমা উপস্থিত ছিলেন। প্রাপ্ত ধান বীজ যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করে তোলার পরামর্শ প্রদান করেন, প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুন সিকদার।