লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

NewsDetails_01

লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বান্দরবানের লামা উপজেলার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ রবিবার দুপুরে অনুুষ্টিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক এ.এম ইমতিয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল।
সহকারি শিক্ষক মো. আলমের সঞ্চালনায় এতে বান্দরবান জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভুইয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য করিমুল মোস্তফা স্বপন, পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ রফিক ও মো. সাইফুদ্দিন, সাংবাদিক মো. কামরুজ্জামান, মো. কামাল উদ্দিন, মো. নুরুল করিম আরমান বিশেষ অতিথি ছিলেন।
এর আগে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু। অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয় মাঠে চার ভাষা শহীদ আবদুল জব্বার, আবদুস সালাম, আবুল বরকত ও রফিক উদ্দিনের নামে স্টল সাজায় ছাত্রীরা। এতে আবুল বরকত স্টল প্রথম, আবদুল জব্বার দ্বিতীয় ও আবদুস সালাম তৃতীয় স্থান অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ ইসমাইল ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ছাত্রীদের সম্মানের সাথে বিদ্যালয়ের সম্মান জড়িয়ে আছে। তাই প্রত্যেক ছাত্রীকে আপত্তিকর কাজ থেকে বিরত থাকতে হবে। শেষে প্রধান অতিথি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন।

আরও পড়ুন