লামা-আলীকদমের ৭টি পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করতে বান্দরবানের আলীকদম ও লামা উপজেলায় ৭টি পুজা মন্ডপে আর্থিক অনুদান দিয়েছে আলীকদম সেনা জোন।
আজ ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) আলীকদম সেনা জোন সদরে জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান পূজা পরিচালনা কমিটির কাছে এই অনুদান বিতরণ করেন।
এরমধ্যে আলীকদম উপজেলায় ৫টি ও লামায় ২টি পুজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।
আলীকদম কেন্দ্রীয় হরি মন্দিরসহ লামা আলীকদমের ৭টি পুজা মন্ডপে আর্থিক অনুদান প্রদানের সময় জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান বলেন, লামা ও আলীকদমের পূজা মন্ডপগুলোতে নিরাপত্তার সাথেই দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। দুই উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় আলীকদম জোন আপনাদের পাশে রয়েছে।
পাশাপাশি পূজা পরিচালনা কমিটির সদস্যদের সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দেন তিনি।