লামা-আলীকদমে আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম দিবস পালিত

NewsDetails_01

লামায় পৌর আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা
কেক কাটার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও ২৩তম জাতীয় শিশু দিবস পালন করেছে বান্দরবানের লামা পৌর আওয়ামী লীগ।
এ উপলক্ষে শনিবার দুপুরে স্থানীয় রেস্ট হাউজ মিলনায়তনে পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। এতে বান্দরবান জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তফা জামাল, সহ-সভাপতি শেখ মাহাবুবুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মমতাজুল ইসলাম, জাহানারা বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. তৈয়ব আলী, পৌর কৃষকলীগের সভাপতি আব্দুল ওহাব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
একইভাবে আলীকদম উপজেলা আওয়ামী লীগের উদ্যোগেও এদিন বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মংব্রাচিং মার্মার সভাপতিত্বে দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক দুংড়িমং মার্মা, সাবেক সভাপতি মো. নাছির উদ্দিন, সাবেক আহবায়ক মোজাম্মেল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক সমরঞ্জন বড়ুয়া, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শুভ রঞ্জন বড়ুয়া, বান্দরবান জেলা পরিষদ সদস্য থোয়াইচাহ্লা মার্মা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এনুচা মার্মা প্রমুখ।

আরও পড়ুন