উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উইলিয়াম লুসাই’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, থানা পুলিশের উপ-পরিদর্শক ইকবাল করিম বিশেষ অতিথি ছিলেন।
স্বাস্থ্যকর্মী সমীরন বড়ুয়ার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, ডা. শফিউর রহমান মজুমদার। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির মনিটরিং এবং এক্সপার্ট ডা. মো. নজরুল ইসলাম স্লাইডের মাধ্যমে ম্যালেরিয়া রোগের বিভিন্ন কর্মসূচি, ম্যালেরিয়া নির্মূলে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কার্যকর পদক্ষেপে মৃত্যুর হার কমানো, ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণ ও নির্মূলের সম্ভাব্য বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় স্থানীয় এনজিও, জনপ্রতিনিধি, সাংবাদিক প্রমুখ অংশ গ্রহন করেন।
একই সময় পাশের আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনেও দিনব্যাপী ম্যালেরিয়া রোগ নির্মূল বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এতেও স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।