লামা উপজেলা জামায়েত আমিরসহ আটক ৪

NewsDetails_01

atokবান্দরবানের লামা উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লামা উপজেলা আমিরসহ চার নেতাকে আটক করেছে বলে জানায় আটককৃতদের পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে,মঙ্গলবার বিকেলে জেলার লামা বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হল, আব্দুল মোনায়েম(৫০),ইব্রাহিম কাজী(৩৮),নুর জামাল(৫৩), মারুফ জোয়ারদার(২৩)। আটক আব্দুল মোনায়েম বাংলাদেশ জামায়াতে ইসলামীর লামা উপজেলা শাখার আমির এবং লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক। অন্যান্যরা জামায়েত ও শিবিরের সমর্থক।
জামায়াতে আমির আব্দুল মোনায়েম দীর্ঘদিন ধরে কলেজটিতে প্রভাষকের দায়িত্ব পালনের পাশাপাশি জামায়েত ইসলামীর রাজনৈতিক মতবাদ শিক্ষার্থীদের মাঝে প্রচার করতেন।আটককৃতদের পারিবারিক সূত্রে জানা যায়,লামায় সাপ্তাহিক বাজারবার হওয়ায় তারা লামা বাজারে বাজার করতে আসে,এসময় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, আমাদের অভিযান চলমান আছে, এই মুহুর্তে কয়জন আটক সে সম্পর্কে তথ্য দেয়া যাবেনা।

আরও পড়ুন