লামা উপজেলা পরিষদ নির্বাচন ৩ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

NewsDetails_01

জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করছেন, মোহাম্মদ ইসমাইল
উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবানের লামা উপজেলায় তিন পদে আরো ৩জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। এ সময় প্রার্থীর কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এর আগে চেয়ারম্যান পদে ২জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নির্বাচন অফিস সূত্র জানায়, তফশীল ঘোষনার পর থেকে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত ৩জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি মো. জাহেদ উদ্দিন ও নুরুচ্ছফা ইসলাম রয়েছেন। তিনজন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের সত্যতা নিশ্চিত করে রিটার্নিং অফিসার ও বান্দরবান জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রেজাউল করিম বলেন, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের নির্বাচনে ১৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দানের শেষ দিন, ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন, ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ১৮ মার্চ উপজেলায় ভোট হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন