লামা ও নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে নিহতের পরিবার পেলো ক্ষতিপূরণ
বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৫ পরিবার পেলো বন বিভাগের ক্ষতিপূরণ।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের ৩ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন লামা বিভাগীয় বন কর্মকর্তা এস.এম কায়চার।
এ সময় রেঞ্জ কর্মকর্তা ও বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত মানুষের জান-মাল নিরুপণ কমিটির সদস্য সচিব মো. নূরে আলম হাফিজ, বন বিভাগের প্রধান সহকারী কাজী গোলাম সরোয়ার ও সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।
এতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের নতুন পাড়ায় হাতির আক্রমনে নিহত ছিদ্দিক আহমদের স্ত্রী মাবিয়া খাতুন ১ লাখ, সদর ইউনিয়নের কালাকাইট্টা পাড়ায় নিহত মনির আহমদের স্ত্রী জাহানারা বেগম ১ লাখ, লংহাই পাড়ায় নিহত ছালেহা বেগমের ছেলে বদিউল আলম ১ লাখ টাকা, লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রংখোলা এলাকায় ফসলের ক্ষতিপূরণ বাবদ কৃষক কামাল পাশা ২৫ হাজার ও আবদুল মালেক পায় ২৫ হাজার টাকার চেক।
এই বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা এস.এম কায়চার বলেন, ভবিষ্যতেও বন্যপ্রাণী কোন মানুষের ক্ষতি করে থাকলে, বনবিভাগের পক্ষ থেকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেয়া হবে।