বান্দরবানের লামা ও রোয়াংছড়িতে অবশেষে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়োগ করা হলো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রামে যোগদান কৃত মো: রেজা রশীদকে জেলার লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রামে যোগদানকৃত মুহাম্মদ আবদুল্লাহ আল জাবেদ কে জেলার রোয়াংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়, সংস্থাপন শাখার এক স্বারক মূলে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক স্বারক মূলে আজ বৃহস্পতিবার (১৬জুলাই) এই আদেশ প্রদান করা হয়।
প্রসঙ্গত, বিতর্কিত কর্মকান্ডে প্রশাসনকে বিব্রত করা, ব্যাপক দূর্নীতি,অনিয়ম ও পরকীয়ায় জড়িত হওয়ার অভিযোগে বান্দরবানের বহুল আলোচিত লামার উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর এ জান্নাত রুমি’কে গত (১২ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক পত্রে রংপুর এর বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয় আর উনার শূন্যস্থানে মো: রেজা রশীদকে লামার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।