লামা কেন্দ্রীয় সমবায় সমিতি’র নির্বাচনে শাহ্ জাহান চেয়ারম্যান নির্বাচিত

NewsDetails_01

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানের লামা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে হরিণ প্রতীকে ৪৩ ভোট পেয়ে পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাহ্ জাহান চেয়ারম্যান নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধি প্রার্থী এস.এম আবু তাহের রানা ছাতা প্রতীকে পেয়েছেন ২১ ভোট। মো. শাহ জাহান পৌরসভা এলাকার ছাগল খাইয়া গ্রামের বাসিন্দা মৃত আবদুর রহিমের ছেলে ও পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি।

NewsDetails_03

আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা সমিতি কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদা প্রিজাইডিং, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রহিম উদ্দিন ও দরদরী পাড়ার বিএসএস সীতা রঞ্জন বড়ুয়া সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। এর আগে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাহাবুবুর রহমান। প্রসঙ্গত, সমিতিটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠা লাভ করে। এ সমিতিতে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আমির হোসেন মজুমদার। নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধিতায় মো. সিরাজুল ইসলাম সহ সভাপতি ও তাহের মিয়া, নজির আহমদ, আবুল হোসেন, গিয়াস উদ্দিন, আবছার উল্লাহ সদস্য নির্বাচিত হন।

নির্বাচনে মো. শাহ্ জাহান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদা বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সমিতির ৭১ জন ভোটারের মধ্যে ৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আগামী ৩ বছর নব নির্বাচিত মো. শাহ্ জাহান সমিতির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন