লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানসহ ৫ জনের জামিন

NewsDetails_01

বান্দরবানের লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাবেক ও বর্তমান চেযারম্যানসহ ৫ জনকে জামিন দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আদালতে স্ব-শরীরে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
এর আগে বুধবার দুপুরে প্রতারণা, বিশ্বাস ভঙ্গ ও জালিয়াতির অভিযোগ তুলে সংস্থার সদস্য রুবেল ঘোষ বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে আদালতের বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোযানা জারি করেন। জামিনপ্রাপ্তরা হলেন- লাম কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অচ্যু কুমার দাশ, সাধারণ সম্পাদক কানু কান্তি দাশ, ক্যাশিয়ার মাইকেল আইচ, সাবেক চেয়ারম্যান মিন্টু কুমার সেন ও সাধারণ সম্পাদক সুকুমার দেওয়ানজী।
লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাবেক ও বর্তমান চেযারম্যানসহ ৫ জনের জামিন আবেদন মঞ্জুরের সত্যতা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কৌশলী মৃদুল বড়ুয়া নিশ্চিত করেন। জামিনপ্রাপ্ত মিন্টু কুমার সেন লামা সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, অচ্যু কুমার দাশ লামা মুখ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও সুকুমার দেওয়ানজী লামা কৃষি বিভাগের উপ-সহকারি কৃষি কর্মকর্তা।

আরও পড়ুন