লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে প্রশান্ত সভাপতি, বিপুল সম্পাদক নির্বাচিত

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ১৩তম ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে চেয়ার প্রতীকে ৫৪৯ ভোট পেয়ে সভাপতি পদে প্রশান্ত ভট্টাচার্য্য, আম প্রতীকে ৫২৮ ভোট পেয়ে বাসু পালিত সহ-সভাপতি, কলসি প্রতীকে ৫৩৪ ভোট পেয়ে বিপুল কান্তি নাথ সাধারণ সম্পাদক, মোটর সাইকেল প্রতীকে ৬০৭ ভোট পেয়ে সবুজ চক্রবর্তী ট্রেজারার, মাছ প্রতীকে ৬২৬ভোট পেয়ে প্রবাল দাশ ও মই প্রতীকে ৫৫৭ ভোট পেয়ে স্বরুপ ধর সদস্য নির্বাচিত হন। কনকনে শীত উপেক্ষা করে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সমিতির সাধারণ সভার পর গত শুক্রবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ বুথের মাধ্যমে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।

NewsDetails_03

সমিতির ১২৬৭ জন ভোটারের মধ্যে ১০৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার অংসিং মার্মা আনুষ্টানিকভাবে ফলাফল ঘোষনা করেন। এ সময় সহাকরী প্রিজাইডিং অফিসার, প্রার্থী, প্রার্থীর এজেন্ট, পুলিশ ও ভোটাররা উপস্থিত ছিলেন। প্রিজাইডিং অফিসার অংসিং মার্মা বলেন, নব গঠিত কমিটি আগামী ৩ বছর সমিতির দায়িত্ব পালন করবেন।

১৯৯১ সালে ১০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে এ সমিতি। বর্তমানে এ সমিতির সদস্য সংখ্যা শিশুসহ ২ হাজার ৩১০জন। ১৯৯৩ সালে সরকারি রেজিস্ট্রেশন পায়ে ১৯৯৫ সালে জাতীয় সমবায় পুরস্কার পায় সমিতিটি। প্রতিষ্ঠার পর থেকেই তিন বছর পরপর গণতান্ত্রিক উপায়ে সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত হয়ে আসছে। তবে এবারের নির্বাচন সদস্যদের কাছে ভিন্নমাত্রা পেয়েছে।

আরও পড়ুন