লামা খাল থেকে উদ্ধারকৃত সেই লাশের পরিচয় মিলেছে

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি লামা খাল থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় মিলেছে। উদ্ধারকৃত লাশের নাম কালাংওই মুরুং। তিনি রুপসীপাড়া ইউনিয়নের হাম্মুক পাড়ার বাসিন্দা মৃত কেংক্লাং মুরুং ও ছং ব্রু মুরুংনীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি টানা বর্ষণের সময় কালাংওই মুরুং পাহাড়ি খাল পার হওয়ার সময় পানির স্রোতের টানে ভেসে যায়। ২৫ জুলাই সকালে খালের বৈক্ষমঝিরি এলাকায় লাশটি ভেসে ওঠে। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসাবে সৎকার করে পুলিশ। ঘটনার পর থেকে স্থানীয় চেয়ারম্যান উদ্ধারকৃত লাশের পরিচয় জানতে ইউনিয়নের বিভিন্ন পাড়াগুলোতে খবর দেন।
রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা বলেন,উদ্ধারের ৪দিন পর রোববার সকালে কালাংওই মুরুয়ের ছেলে রেংহিং মুরুং ও পাড়া কারবারী লালু মুরুং লাশটির পরিচয় নিশ্চিত করেছেন।

আরও পড়ুন