আজ সোমবার দুপুরে পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম বিদ্যালয়র প্রধান শিক্ষক মুজিবুর রহমানের হাতে এসব চেয়ার তুলে দেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, উপজেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার মহাজন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর তারিক আহমেদসহ উপজেলার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন। এর আগে বিদ্যালয় মিলনায়তনে উপজেলা শিক্ষা বিভাগের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।