ঘোষিত বাজেটে ১ কোটি ৫৪ লক্ষ ২০ হাজার ৬৬ টাকা রাজস্ব আয় এবং ১ কোটি ৫১ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। এ খাতে সাধারণ সংস্থাপন শাখার জন্য ১ কোটি ১৩ লক্ষ ৫০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃ প্রণালী খাতে ৯ লক্ষ ৪০ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ১৩ লক্ষ ৭০ হাজার ১৮০ টাকা, সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে অনুদান ও খরচ বাবদ ২ লক্ষ ৩০ হাজার টাকা এবং জরুরী ত্রাণ খাতে ১ লক্ষ টাকা ব্যয় ধরা হয়।
উন্নয়ন খাতে মোট আয় ব্যয় ধরা হয় ১৫ কোটি ৫২ লক্ষ টাকা। তম্মধ্যে সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা মঞ্জুরি বাবদ ১ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন প্রকল্প হতে ৫ কোটি টাকা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হতে ১০ লক্ষ টাকা, গুরুত্বপূর্ণ নগত অবকাঠামো উন্নয়ন প্রকল্প হতে ৩ কোটি ৭০ লক্ষ টাকা, পৌরসভার অবকাঠামো উন্নয়নের জন্য সরকার কর্তৃক বিশেষ বরাদ্দ ৫ কোটি টাকা ধরা হয়েছে। এ খাতে ব্যয়ের মধ্যে অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকা ধরা হয়েছে। তম্মধ্যে সোলার সড়ক বাতি লাইন সম্প্রসারণ/সংস্কার বাবদ ২ কোটি টাকা, মার্কেট নির্মাণ, সংস্কার, টার্মিনাল সংস্কার ২ কোটি ৯১ লক্ষ টাকা। রাস্তা ঘাট ব্রীজ কালভার্ট ড্রেন নির্মাণে ৪ কোটি ৯২ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া অন্যান্য উন্নয়ন খাত যেমন কবরস্থান, শশ্মান, বিভিন্ন প্রতিষ্ঠান, রিংওয়েল, টিউবওয়েল, সিঁড়িঘাট, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন/ সংস্কার খাতে ৫ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে।
ঘোষিত বাজেটের সফল বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিসহ সকল জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম।