লামা পৌরসভা নির্বাচন সম্পন্ন : চলছে গননা

কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বান্দরবানের লামা পৌরসভা নির্বাচন’২১ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়ে একযোগে ৯টি ভোট কেন্দ্র ও ৩৯টি বুথের মাধ্যমে এ ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ঘণ কুয়াশা আর কনকনে শীত উপেক্ষা করেই সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন। ভোটকে কেন্দ্র করে প্রতিটি কেন্দ্রের আশপাশ এলাকায় বসেছিল মিনি হাট। প্রার্থীদের ছবি ও প্রতীক সম্বলিত ডিজিটাল ব্যানার ও পোষ্টারে ছেয়ে যায় প্রতিটি কেন্দ্রের আশাপাশ।

নির্বাচনে মেয়র প্রার্থী ৩জন, সাধারন কাউন্সিলর প্রার্থী ২৬জন এবং সংরক্ষিত পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ভোট কেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃংখলা রক্ষার দায়িত্বে প্রতি কেন্দ্রে ১জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৮জন পুলিশ ও আনসার ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সার্বিক আইনশৃংখলা রক্ষায় মাঠে নিয়োজিত ছিলেন র‌্যাব, বিজিবি ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স। ভোট গ্রহনের সময় নির্বাচনী বিধি মেনে না চলায় একজনকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এছাড়া কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিকাল ৪টার পর ভোট কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কে্েন্দ্র কেন্দ্রে ভোট গননা শুরু হয়। আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. জহিরুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।

নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্যমতে, ২৮.৪৯ বর্গ কিলোমিটার আয়তনের পৌরসভায় ভোটার সংখ্যা ১৩ হাজার ৩৮৯জন। এর মধ্যে পুরুষ ৭ হাজার ৩০০ জন ও মহিলা ৬ হাজার ৩৮৬জন। নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা বিএনপির একাংশের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন। এ দু’য়ের সাথে ভোটের মাঠে আছেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ টি এম শহিদুল ইসলাম লাঙ্গল প্রতীকে।

NewsDetails_03

ভোট চলাকালীন সময় সরেজমিন শীলেরতুয়া মার্মা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে গিয়ে দেখা যায়, হিমেল শীতের ঠান্ডা বাতাস উপেক্ষা করে নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা। এ সময় উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোট কেন্দ্রে ভীড় জমাতে দেখা যায়। এ সময় একাধিক ভোটার বলেন, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে ভালো লেগেছে। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. জহিরুল ইসলাম রাজবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিএনপি সমর্থিত প্রার্থী মো. শাহিন লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী এটিএম শহিদুল ইসলাম মধুঝিরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন।

ভোট কেন্দ্র গুলি সরেজমিন পরিদর্শণকালে শিলেরতুয়া মার্মা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার গৃহীনি চিংহ্লাপ্রু মার্মা বলেন, এবারে ভোটের পরিবেশ সুন্দর। আমার দীর্ঘক্ষন লাইনে দাড়িয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। ভোট দিতে কোন অসুবিধে হয়নি।

লামা পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. রেজাউল করিম জানান, শান্তিপূর্নভাবে লামা পৌরসভায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট গননা শেষে ফলাফল ঘোষনা করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন