লামা পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জহিরুল ইসলাম বিপুল ভোটে মেয়র নির্বাচিত

কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বান্দরবানের লামা পৌরসভা নির্বাচন’২১ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়ে একযোগে ৯টি ভোট কেন্দ্র ও ৩৯টি বুথের মাধ্যমে এ ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। পরে ভোট গননা শুরু হলে ভোটের ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. জহিরুল ইসলাম নৌকা প্রতীকে ৯ হাজার ৪০৫ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত মেয়র নির্বাচিত হন।

তার নিকটতম বিএনপি সমর্থিত প্রার্থী মো. শাহিন ধানের শীষ প্রতীকে ভোট পায় ১ হাজার ৬২ ভোট এবং জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী এ টি এম শহিদুল ইসলাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৮৮ ভোট। রিটানিং অফিসার ও বান্দরবান জেলা নির্বাচন অফিসার মো. রেজাউল করিম রাত সাড়ে ৮টার দিকে বেসরকারী ভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।

ঘণ কুয়াশা আর কনকনে শীত উপেক্ষা করেই প্রতিটি কেন্দ্রে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন। নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে লড়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে লড়েছেন উপজেলা বিএনপির একাংশের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন। এ দু’য়ের সাথে ভোটের মাঠে ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ টি এম শহিদুল ইসলাম লাঙ্গল প্রতীকে। এছাড়া সাধারন কাউন্সিলর প্রার্থী ২৬জন এবং সংরক্ষিত পদে ৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

NewsDetails_03

এদিকে সংরক্ষিত ১নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচিত হন সাকেরা বেগম (প্রতীক- আনারস), ২নং ওয়ার্ডে মরিয়ম বেগম (প্রতীক-জবা ফুল) ও ৩নং ওয়ার্ডে জাহানারা বেগম (প্রতীক-আনারস)। সাধারন কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মো. বশির আহমদ (প্রতীক- চার্জ লাইট), ৩নং ওয়ার্ডে মো. সাইফুদ্দিন (প্রতীক- টেবিল ল্যাম্প), ৫নং ওয়ার্ডে আলী আহমদ (প্রতীক-উট পাখি), ৬নং ওয়ার্ডে মমতাজুল ইসলাম (প্রতীক-ডালিম), ৭নং ওয়ার্ডে মো. কামাল উদ্দিন (প্রতীক-টেবিল ল্যাম্প), ৮নং ওয়ার্ডে মো. ইউছুফ আলী (প্রতীক-ডালিম) এবং ৯নং ওয়ার্ডে উশৈথোয়াই মার্মা (প্রতীক-উট পাখি) নির্বাচিত হয়েছেন। এদিকে কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় ২নং ওয়ার্ডে মোহাম্মদ হোসেন বাদশা ও ৪নং ওয়ার্ডে মোহাম্মদ রফিক বিনা প্রতিদ্বন্ধিতায় কাউন্সিলর নির্বাচিত হয়।

এদিকে ভোট কেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃংখলা রক্ষার দায়িত্বে প্রতি কেন্দ্রে ১জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৮জন পুলিশ ও আনসার ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সার্বিক আইনশৃংখলা রক্ষায় মাঠে নিয়োজিত ছিলেন র‌্যাব, বিজিবি ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স। বিকাল ৪টার পর ভোট কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কে্েন্দ্র কেন্দ্রে ভোট গননা শুরু হয়। ২৮.৪৯ বর্গ কিলোমিটার আয়তনের পৌরসভায় ভোটার সংখ্যা ১৩ হাজার ৩৮৯জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিলেন ৭ হাজার ৩০০ জন ও মহিলা ভোটার ৬ হাজার ৩৮৬জন।

ভোট কেন্দ্র সরেজমিন পরিদর্শণকালে শিলেরতুয়া মার্মা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার গৃহীনি চিংহ্লাপ্রু মার্মা, রোজিনা বেগম, আমির হোসেনসহ অনেকে বলেন, এবারে ভোটের পরিবেশ সুন্দর। আমার দীর্ঘক্ষন লাইনে দাড়িয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। ভোট দিতে কোন অসুবিধা হয়নি।
এ বিষয়ে লামা পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও বান্দরবান জেলা নির্বাচন অফিসার মো. রেজাউল করিম জানান, শান্তিপূর্নভাবে লামা পৌরসভার ৯টি কেন্দ্রে এক যোগে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট গননায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. জহিরুল ইসলাম বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় দুই সাধারণ কাউন্সিলরসহ ১২ জন সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন