আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বান্দরবানের লামা পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক লামা উপজেলা ছাত্রদল ও যুবদলের সভাপতি, বর্তমান লামা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন।
আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, জেলার লামা পৌরসভা নির্বাচনে বিএনপি থেকে ঘোষিত মেয়র প্রার্থী মোহাম্মদ শাহিন ছাড়াও দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বান্দরবান জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক মেয়র আমিরুল ইসলাম আমু, লামা পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী, বান্দরবান জেলা যুবদলের সহ সভাপতি সুলতান আকবর মোমিন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সর্বশেষ বান্দরবানের লামা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. জহিরুল ইসলাম নৌকা প্রতীকে নির্বাচিত হন। তার নিকটতম বিএনপি সমর্থিত প্রার্থী মো. আমির হোসেন ধানের শীষ প্রতীকে ২ হাজার ৮৩৫ভোট পায় ।