লামা সদর ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ৭০০ পরিবারকে সবজি প্রদান

purabi burmese market

প্রাণঘাতী করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে বান্দরবানের লামা উপজেলাকে গত ২৫ মার্চ ‘লকডাউন’ ঘোষনা করে প্রশাসন। এতে কর্মহীন হয়ে পড়ে চরম দুর্ভোগে পড়েন উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার খেটে খাওয়া মানুষগুলো। ঠিক তখনিই এসব কর্মহীন মানুষের মাঝে মানবিক সহায়তার উদ্যোগ নেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন।

সূত্রে জানা যায়,খেটে খাওয়া ৭শ পরিবারের মাঝে বেগুন, টমেটো, তিত করোলা, ঝিঙা, বরবটি ও ডিম। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট দূরুত্ব বজায় রেখে মেরাখোলা মুসলিম পাড়া, আশ্রয়ন প্রকল্প ও বৈল্লারচর এলাকার কর্মহীন মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।

সবজি বিতরন উদ্ভোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন।

সবজি বিতরণের বিষয়ে লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, বিতরণকালে সবাইকে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য লক ডাউন মেনে চলার পাশাপাশি জন সমাবেশ এড়িয়ে চলাসহ স্বাস্থ্য সম্মত পরামর্শ মেনে চলতে বলা হয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।