এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, মিন্টু কুমার সেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক বিজয় আইচ, মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহানারা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহী নেওয়াজ, সাধারন সম্পাদক জহির আহমদ বিশেষ অতিথি ছিলেন।
সভা শেষে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে তৈয়বা বেগম, সাধারন সম্পাদক পদে বিলকিছ আক্তার, সাংগঠনিক সম্পাদক পদে নয়রানি পাল নির্বাচিত হয়। পরে নবগঠিত কমিটিকে আগামী ২৮ তারিখের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন উপজেলা নেতৃবৃন্দরা। সম্মেলনে তৃণমূল পর্যায়ের দেড় শতাধিক নারী নেতা কর্মী অংশগ্রহন করেন।