লামা সাংবাদিক ফোরাম’র নতুন সভাপতি মিন্টু, সাধারণ সম্পাদক হাশেম, সাংগঠনিক জাহিদ

বান্দরবান জেলার লামা সাংবাদিক ফোরাম’র দ্বি-বার্ষিক নির্বাচন’২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে ১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন নুর মোহাম্মদ মিন্টু। এ পদে প্রতিদ্বন্ধী প্রার্থী মো. ইউছুপ মজুমদার পেয়েছেন ৬ ভোট। ১১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবুল হাশেম। এ পদে প্রতিদ্বন্ধী প্রার্থী মো. আলমগীর পেয়েছেন ৫ ভোট।

অপরদিকে ৯ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মো. জাহিদ হাসান। এ পদের প্রতিদ্বন্ধী প্রার্থী ইসমাইলুল করিম নিরব পেয়েছেন ৭ ভোট। গত বুধবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত একটানা গোপন ব্যালটের মাধ্যমে ফোরাম কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ১৬ ভোটারের মধ্যে ১৬ ভোটারই ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোহাম্মদ শাহ্নেওয়াজ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক, ফরিদুল আলম বাবলু ও বিপ্লব দাশ সদস্যের দায়িত্ব পালন করেন। এ সময় লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সহ-সভাপতি মো. তানফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ কামালুদ্দিন, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন ও সাংবাদিক মো. নুরুল করিম আরমান, খগেশ প্রতি চন্দ্র খোকন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. তৈয়ব আলী ও সাধারণ সম্পাদক বেলাল আহমদ প্রমুখ অতিথি ছিলেন।

NewsDetails_03

ভোট গণনার পর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ শাহ্নেওয়াজ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করেন। এ সময় প্রার্থী ও ভোটাররা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শাহ্নেওয়াজ বলেন, আগামী ১৪ দিনের মধ্যে নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা পুর্ণাঙ্গ কমিটি গঠনের পাশাপাশি দুই বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচনে সার্বিক সহযোগিতা করার জন্য ভোটার, প্রার্থী ও উপস্থিত অতিথিগনের প্রতি কৃতজ্ঞাও প্রকাশ করেন আহবায়ক মোহাম্মদ শাহ নেওয়াজ। কয়েকজন উদিয়মান সাংবাদিক ২০১৩ সালে লামা সাংবাদিক ফোরাম গঠন করেন।

আরও পড়ুন