লামা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালালো রোগীরা

purabi burmese market

শুধু একজন করোনা রোগীর কারণে বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অন্য সব রোগিরা পালিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি এখন রোগী শূন্য। এ ছাড়া রোগীতো দূরের কথা কোন মানুষ ভয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশেও যাচ্ছেননা।

জানা যায়, গত ২২ এপ্রিল রাত সাড়ে এগারোটার সময় লামার মেরা খোলায় করোনায় আক্রান্ত রাশেদা বেগমসহ তার স্বামী জামাল উদ্দিনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে কর্তৃপক্ষ।

করোনায় আক্রান্ত রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে, এমন খবর পেয়ে ভর্তিরত রোগীরা ভয়ে ও আতঙ্কে রাতেই নিজ উদ্দ্যোগে স্ব স্ব রোগীরা রাত ২টার মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্স ছেড়ে চলে যায়। বর্তমানে করোনা রোগীসহ তার স্বামী হাসপাতালে আইসোলেশনে রয়েছে।

এদিকে হাসপাতাল কোন রোগী না থাকায় হাসপাতালের শুনশান নিরবতার পরিবেশে ভয়ে কাতর কর্তব্যরত নার্সরা।

এ বিষয়ে লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক বলেন, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে করোনা আক্রান্তকে ভর্তি দেয়া হয়। অনেক বুঝানো শর্তেও রোগীরা ভয়ে না বলে চলে গেলে তো আমাদের কিছু করার নেই।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।