বান্দরবানের লামা উপজেলা পরিষদের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ব্যবহারের জন্য ৫টি অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সিলিন্ডার গুলো আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রবিন ও ডাক্তার মনিরুজ্জামান এর কাছে হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মোস্তফা জামাল।এ সময় উপজেলা নির্বাহী অফিসার নূর-এ -জান্নাত রুমি, পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহেদউদ্দিন, আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা ও সাংগঠনিক সম্পাদকপ্রদীপ কান্তি দাশ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
সিলিন্ডার প্রদানকালে উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল বলেন, আজ ৫টি অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো ৫টি অক্সিজেন সিলিন্ডার দেয়া হবে। এরমধ্যে লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম ১টি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ ১টি সিলিন্ডার প্রদান করেন।