লিটন চন্দ্র দে রাঙ্গামাটির শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত

NewsDetails_01

রাঙ্গামাটি জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক লিটন চন্দ্র দে
রাঙামাটির কাপ্তাই উপজেলার জল বিদ্যুৎ কেন্দ্রে অবস্থিত চৌধুরী ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন চন্দ্র দে এই বছর জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে রাঙ্গামাটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক হওয়ার গৌরব অর্জন করে।
কাপ্তাই উপজেলায় শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হওয়ার পর রাঙ্গামাটি জেলা পর্যায়ে জুরি বোর্ড তাঁকে জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসাবে নির্বাচিত করে। ২০০৩ সালে কাপ্তাই তিনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরুর মাধ্যমে তিনি কাব শিক্ষক হিসাবে ডে ক্যাম্প, কাব ক্যাম্পুরী, কাব সমাবেশ সহ উপজেলা ও জেলা পর্যায়ে স্কাউটস এর বিভিন্ন কার্যক্রমে সফল ভাবে অংশ নেন। স্কাউটস এর জনক ব্যাডেন পাওয়েল এর মন্ত্রে দীক্ষিত হয়ে তিনি ছাত্র জীবন হতে স্কাউটস এর সাথে সম্পৃক্তা হন।
এদিকে লিটন চন্দ্র দে রাঙ্গামাটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হওয়ায় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশীদ আলম চৌধুরী, কাপ্তাই উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন কান্তি দাশ, সম্পাদক মংসুছাইন মার্মা সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন