লোড শেডিং ও জ্বালানি খাতে ‘অব্যবস্থাপনার’ প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ

লোড শেডিং এবং জ্বালানি খাতে ‘অব্যবস্থাপনার’ প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

রবিবার(৩১ জুলাই) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. দীপেন দেওয়ান, সাবেক সাংসদ মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ মামুন ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।

সমাবেশে বক্তারা বলেন, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি যখন জনজীবন চরম দুর্ভোগ সৃষ্টি করছে সেই সময় বিরামহীন লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনায় সাধারণ মানুষের জীবনে মরার ওপর খাড়ার ঘা হিসাবে আঘাত করল। এতে একদিকে মানুষের দৈনন্দিন জীবনের ব্যয় বৃদ্ধি অন্যদিকে কৃষি, শিল্প ও বিদ্যুৎ সরবরাহে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে। হু হু করে বাড়ছে প্রতিটি দ্রব্যের দাম। কোনো মতেই জনগণের পক্ষে এই ব্যয়ভার বহন করা সম্ভব হবে না।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।