শপথ নিলেন চন্দ্রঘোনার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন

রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আক্তার হোসেন মিলন আজ মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে শপথ গ্রহন করেছেন।

NewsDetails_03

শপথ বাক্য পাঠ করান রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। আক্তার হোসেন মিলন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে গত ১৫ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তাঁর একমাত্র প্রতিদ্বন্ধি
স্বতন্ত্র প্রার্থী বিপ্লব মারমা কে পরাজিত করেন।

এসময় রাঙামাটি জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী সহ কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন