শপথ নিলেন দক্ষিন রাঙামাটি-চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির নব নির্বাচিত কমিটির নির্বাচিত সদস্যরা
শপথ নিলেন দক্ষিণ রাঙামাটি-চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির নির্বাচিত সদস্যরা। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাটে সমিতির কার্যালয়ে এই শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় নির্বাচিত সমিতির ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন উপ পরিষদের চেয়ারম্যান মোঃ আমির হোসাইন।
শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান মো: দিলদার হোসেন।
নির্বাচন উপ পরিষদের চেয়ারম্যান মোঃ আমির হোসাইন এর সভাপতিত্বে কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ট্রাক, কাভারভ্যান ও মিনি ট্রাক মালিক গ্রুপ এর সভাপতি মো: হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক কে এম মহিউদ্দিন, কাপ্তাই জেটিঘাট কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মো: মুছা সওদাগর, কাপ্তাই ট্রাক শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো: শাহাদাত হোসেন, কাপ্তাই জেটিঘাট বনিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, কাপ্তাই জেটিঘাট ট্রাক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ রাশেদ এবং দক্ষিণ চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি মো: ওবাইদুল্লা চৌধুরী।
প্রসঙ্গত গত ২০ সেপ্টেম্বর দক্ষিন রাঙামাটি-চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে মীর্জা নাজিম উদ্দিন (খোকন), সাধারণ সম্পাদক পদে মোঃ নাছির উদ্দিন, সহ-সভাপতি পদে হাজী ওবাইদুল্ল্যাহ চৌধুরী ও মাহামুদুর রহমান মাস্টার, সহ সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ আল হেলাল, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ মানিক, প্রচার সম্পাদক পদে মোঃ শাহ জাহান এবং সদস্য পদে মো: নুর করিম, মো: গিয়াস উদ্দিন, মো: ইব্রাহিম শেখ (আলম) এবং আলহাজ্ব সৈয়দ মো: জসিম জয় লাভ করেন।
কোষাধক্ষ্য পদে মাহবুব আলম এবং সাংগঠনিক সম্পাদক পদে নিজাম উদ্দিন বিনা প্রতিদ্বন্দিতায় জয় লাভ করেন।