শপথ নিলেন রাঙামাটির রাজস্থলীর নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা

purabi burmese market

রাঙামাটির রাজস্থলী উপজেলার নবনির্বাচিত ৩ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

শপথ নেয়ার পরে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। এসময় তিনি নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. আল মামুন মিয়া উপস্থিত ছিলেন। শপথ নেয়া নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন, বাঙ্গালহালিয়া ইউনিয়নে আদোমং মারমা, ঘিলাছড়ি ইউনিয়নে রবার্ট ত্রিপুরা ও গাইন্দা ইউনিয়নে পুচিংমং মারমা।

তারা প্রত্যেকেই আ.লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। গত ২৮ নভেম্বর রাজস্থলীর ৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে গাইন্দা ইউনিয়নে পুচিংমং মারমা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।