শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বান্দরবানে শ্রদ্ধা নিবেদন

purabi burmese market

বান্দরবানে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকালে বান্দরবানের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এরপরে জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতার এবং পর্যায়ক্রমে প্রশাসনের বিভিন্ন দফতরের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় বীর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি।

এরপরে বান্দরবান শহরে অবস্থিত শহীদ মিনার ও বঙ্গবন্ধু স্মৃতি ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।