শান্তিচুক্তি পার্বত্য চট্টগ্রামে মানুষের আশার আলো এনে দিয়েছে : পাজেপ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেছেন, ঐতিহাসিক শান্তিচুক্তি পার্বত্য চট্টগ্রামে মানুষের আশার আলো এনে দিয়েছে।

আজ সোমবার(২ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে ঐতিহাসিক পার্বত্য চুক্তি (শান্তি চুক্তি) ২৭ বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

NewsDetails_03

এছাড়া তিনি আরো বলেছেন, এ চুক্তির জন্য অনেকে আত্মত্যাগ করেছেন। তাদের এ ত্যাগের ফলে আমরা শান্তিতে বসবাস করতে পারছি। এতে প্রমাণ হয় যে একে অপরের প্রতি সম্মান ও সহানুভূতি মাধ্যমে অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। পার্বত্য চট্টগ্রামের সাংস্কৃতি ও ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য্যপূর্ণ দোশের জন্য তাৎপর্যপূর্ণ। শান্তি ও স্থিতিশীলতা ছাড়া এ অঞ্চলে যথাযথ উন্নয়ন সম্ভব নয়। সবাই মিলে কাজ করলে পার্বত্য চট্টগ্রামকে উন্নয়ন করা সম্ভব।

এসময় পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, অতিরিক্ত পুলিশ সুপার মহামুদা বেগম, পরিষেদের সদস্যবৃন্দ ও প্রশাসনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন