শান্তি চুক্তির ফলে আনন্দ উৎসবে শামিল হতে পারছে পাহাড়ের মানুষ : বীর বাহাদুর

NewsDetails_01

রাঙামাটির কাউখালী উপজেলায় সার্বজনীন সাংগ্রাই জলোৎসবে প্রধান অতিথি পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য শান্তিচুক্তির ফলে পার্বত্য চট্টগ্রামে যে পরিবেশের সৃষ্টি হয়েছে, তার কারণে স্বতঃস্ফূর্ত আনন্দ উৎসবে শামিল হতে পারছে পাহাড়ের মানুষ, বাস্তবায়িত হচ্ছে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড। রোববার রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া উচ্চবিদ্যালয় মাঠে মারমা সম্প্রদায়ের সার্বজনীন সাংগ্রাই জলোৎসবে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং একথা বলেন।
সকাল থেকে অনুষ্ঠান স্থলে সমবেত হন মারমা সম্প্রদায়সহ ধর্ম, বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের নারী-পুরুষ। মারমা সাংস্কৃতিক সংস্থা আয়োজিত এ জলোৎসবের ঠিক দুপুর ১টায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। এর পরপরই মারমা তরুণ-তরুণীরা মেতে ওঠে সাংগ্রাই জল উৎসবে। পাশাপাশি দিনভর নৃত্য, সঙ্গীত পরিবেশন করেন মারমা সম্প্রদায়ের বিভিন্ন শিল্পীগোষ্ঠী।
এর আগে উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। মারমা সাংস্কৃতিক সংস্থার সভাপতি অংসউ প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
রাঙামাটির কাউখালী উপজেলায় সার্বজনীন সাংগ্রাই জলোৎসব
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন,সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটির মহিলা এমপি ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান, ৩০৫ পদাতিক রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক, রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রোদেয়ান উল হক, জেলা পরিষদ সদস্য মো. মুছা মাতব্বর, রাঙামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, সাংগ্রাই-২০১৭ উদযাপন কমিটির আহবায়ক অংচা প্রু মারমা এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন, মারমা সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক মংচিং মারমা ময়না।
উদ্বোধক সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, অতীতের সব দীনতা ছিন্নতা ধূয়ে মুছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একযোগে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

আরও পড়ুন