‘শান্তি চুক্তির শর্তগুলো আলোচনার মাধ্যমে সমাধান হবে’

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর

NewsDetails_01

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির এখনো যেসব বিষয়ে সমাধান হয়নি তা সংঘাত নয় বরং আলোচনার মাধ্যমে সমাধান হবে-এমনটি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

মন্ত্রী জানান, সংঘাত, সংঘর্ষের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব না। জীবন মানের দিক দিয়ে দেশের অন্যান্য অংশের তুলনায় পার্বত্য চট্টগ্রাম এখনও পিছিয়ে রয়েছে। এক্ষেত্রে নানা কর্মসূচি বাস্তবায়িত করছে সরকার ।

NewsDetails_03

মন্ত্রী আরও বলেন, শান্তিচুক্তির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভূমি। ভূমি বিরোধ নিষ্পত্তির কাজ প্রায় শেষদিকে। এই কাজ সম্পন্ন হলে পাহাড়ের ভূমি বিরোধ নিষ্পত্তি হবে বলে আশা করেন তিনি।

অপরদিকে, পার্বত্য এলাকায় উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। সমস্যা সমাধান পারস্পরিক আস্থা রাখার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন