শান্তি চুক্তির ২১ বছর পূর্তিতে আলীকদমে সেনাবাহিনীর ব্যাপক আয়োজন

NewsDetails_01

আগামী ২ ডিসেম্বর পূর্ণ হবে পার্বত্য শান্তি চুক্তির ২১ বছর। দিনটির পূর্তি পালনের লক্ষে বান্দরবানের আলীকদম সেনাবাহিনীর ২৩ বীর ইউনিট ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এবারের আয়োজনে থাকছে শান্তি র‌্যালী, আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ, প্রীতিভোজ, প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শান্তি চুক্তির বর্ষপূর্তি উৎসব আয়োজনের সত্যতা নিশ্চিত করে আলীকদম সেনাবাহিনীর জোন কমান্ডার লে. কর্ণেল মো. সাইফ শামীম (পিএসসি) ২ ডিসেম্বর পূর্তি উৎসবে গৃহীত সকল কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পাদনে সকলের সহায়তা কামনা করেন। প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর তৎকালীন শান্তি বাহিনী নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) ও সরকারের মধ্যে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংগ্রাম বন্ধে একটি চুক্তি হয়। যেটি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বা শান্তি চুক্তি নামে বেশী খ্যাতি পেয়েছে।

আরও পড়ুন