আজ গত সোমবার সন্ধ্যায় বান্দরবান শহরের রাজার মাঠে সার্বজনীন কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদের মন্ডপে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে ষষ্ঠী পুজার শুরু হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ জ্বালিয়ে অনুষ্টানের শুভ উদ্বোধন করেন, এসময় শত শত ভক্তরা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাদেবীকে আহবান জানায় ।
উদ্বোধন অনুষ্ঠানের পরপরই অনুষ্টানে দেবীস্তুুতি পাঠ করেন শ্রীমৎ স্বামী অভেদানন্দ বহ্মচারী মহারাজ। এরপরে স্থানীয় ও চট্টগ্রামের শিল্পীদের পরিবেশনায় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শক কানায় কানায় পূর্ন হয়ে পড়ে রাজার মাঠের পূজামন্ডপ । এবার বান্দরবান জেলায় মোট ২৮টি পূজামন্ডপে দুর্গা পূজা অনুষ্টিত হচ্ছে আর আগামী ১৯ অক্টোবর বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে সাংগু নদীতে দেবীকে বির্সজনের মাধ্যমে সমাপ্তি ঘটবে সনাতন সম্প্রদায়ের এই দুর্গোৎসবের।