শাহী নেওয়াজকে লামা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা
সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা, বিশিষ্ট লেখক ও কলামিস্ট মোহাম্মদ শাহী নেওয়াজকে কর্মদক্ষতায় জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ পদে পদায়িত করায় বান্দরবান জেলার লামা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়েছে।
আজ শনিবার বিকেলে (৩১ আগস্ট) প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বডুয়ার নেতৃত্বে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপজেলা সমাজ সেবা কার্যালয়ের কারিগরি প্রশিক্ষক জয়নাল আবেদীন, ক্লাবের সহ-সভাপতি মো. তানফিজুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, অর্থ সম্পাদক মো. সাহাব উদ্দিন, সদস্য নবীর উদ্দিন ও মো. নুরুল করিম আরমান সহ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-৪ শাখা এর উপ-সচিব এ. বি. এম. সাদিকুর রহমানের স্বাক্ষরিত (স্মারক নং ৪১.০০.০০০০.০১৯.০৭.০৪০.২৪.২৭৫, তারিখ- ২২ আগস্ট’২৪ইং) এক প্রজ্ঞাপনে নোয়াখালী জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক পদ থেকে জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ পদে পদায়িত করা হয়। এর আগে শাহী নেওয়াজ বান্দরবান জেলার লামা ও আলীকদম উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এবং চট্টগ্রাম বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে লামা প্রেসক্লাাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া বলেন, এ পদায়নের মাধ্যমে সরকার একজন যোগ্য ব্যক্তিকে তার সঠিক যোগ্যতার মূল্যায়ন করেছেন।