শিক্ষকের শাস্তির দাবীতে রোয়াংছড়িতে মানববন্ধন

NewsDetails_01

বান্দরবানে রোয়াংছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে মানববন্ধন
বান্দরবানে রোয়াংছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে মানববন্ধন
বান্দরবানের রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন অর রশিদ কর্তৃক আদিবাসী স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে বিদ্যালয়ের বিক্ষুদ্ধ ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসিরা মানববন্ধন করেছে। শনিবার সকালে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীর বৃন্দ এর ব্যানারে বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে য়ইমংসিং মারমা সভাপতিত্বে বক্তব্য রাখেন, নারী নেত্রী চিংম্রাউ মারমা, উপজেলা ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি ধীরেন ত্রিপুরা, বম যুব সংগঠনের সাবেক সভাপতি রামসিয়াম, ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন অংক্যসিং মারমা, অংক্যম্রা মারমা প্রমুখ। বক্তারা, অভিযুক্ত ওই শিক্ষকের অপসারণসহ দেশের প্রচলিত আইনের যথাযথ শাস্তির দাবি করেন এবং জেলা পরিষদ কর্তৃক নিয়োগকৃত ৩ খন্ডকালীন শিক্ষকের নিয়োগ বাতিলের জোর দাবি তোলেন।
রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী লালজৌপার প্রকাশ রদি বম (১৪) কে ফুসলিয়ে বান্দরবানে এনে ক্ষুদ্র নৃগোষ্ঠি সাংস্কৃতিক ইস্টিটিউট এর সামনে স্বর্ণশিলা আবাসিক হোটেলে ধর্ষণে চেষ্টা চালায় ওই শিক্ষক। এ সময় স্থানীয় কয়েকজন যুবক তাঁদের হাতে-নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
প্রসঙ্গত, শিক্ষক হারুন অর রশিদ এর বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে। সে ছাত্র শিবিরের সক্রিয় নেতা ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন