শিক্ষক নিহতের জেরে উত্তপ্ত খাগড়াছড়ি, ১৪৪ ধারা জারি

NewsDetails_01

খাগড়াছড়িতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে উত্তেজিত শিক্ষার্থীদের গণপিটুনিতে সোহেল রানা (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১লা অক্টোবর) দুপুর ১টার দিকে ওই স্কুলে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। তিনি বলেন উত্তেজিত শিক্ষার্থীদের থামাতে গিয়ে আমি এবং জেলা অতিরিক্ত পুলিশ সুপারসহ সংবাদকর্মীরা আহত হয়।

NewsDetails_03

সোহেলা রানা নিহতের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দুই পক্ষে সহিংসতা শুরু হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের সহিংসতা চলছে।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি শহরের নোয়াপাড়া (নিউজিল্যান্ড) এলাকায় মোহাম্মদ মামুন কে গণপিটুনিতে হত্যার অভিযোগে সংঘাত ছড়িয়ে পড়লে ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সংঘর্ষ ৩ জন ও রাঙামাটিতে ১ জন পাহাড়ী নিহত হয়।

আরও পড়ুন