শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে সিদ্ধান্ত হয়নি

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে—এমন গুজবের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

NewsDetails_03

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে মন্ত্রণালয়। আইইডিসিআর বলেছে, এখনও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি হয়নি। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে বলে একটি মহল গুজব ছড়াচ্ছে। এই বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন