শিক্ষার আলোতে নিজেদের আলোকিত করতে হবে। এভারগ্রীণ ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত এভারগ্রীণ বৃত্তি পরীক্ষার ২০১৭ এর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের একথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সহধর্মিনী মে হ্লা প্রু। এসময় তিনি আরো বলেন, মানুষের শিক্ষার কোন বয়স নেই, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করা উত্তম। নিজেদের জীবন কে সন্দুর ভাবে গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নেই।
এভারগ্রীণ ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত এভারগ্রীণ বৃত্তি পরীক্ষার ২০১৭ এর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বান্দরবান বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে বিশিষ্ট সংগীত শিল্পী প্রকাশ বড়ুয়ার সঞ্চালনায় এভারগ্রীণ ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মো. ইউছুপ আলীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সহধর্মিনী মে হ্লা প্রু।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ, পৌরসভার (১,২,৩) ওয়ার্ডের পৌর মহিলা কাউন্সিলর উজলা তঞ্চঙ্গ্যা, বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, ডনবস্কো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা দাশ, বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশুদ্বানন্দ বড়ুয়া, শিক্ষক সাহেব উদ্দিন, মো. আব্দুল ছফুর, শিবু কুমার ধর, মো. এনাম, দিদারুল ইসলাম, মনোয়ার হোসেন, বালাঘাটা এভারগ্রীণ ফ্রেন্ডস ক্লাবের মো. আশরাফুল, মো.মোস্তফা কামাল সিকদার, মো.ইরফান, মো. মিজানুর রহমান, মো. নেজাম উদ্দিন, মো. আক্তারুজ্জামান বাবু, মো.হাসান, মো: নুরুল ইসলাম, মো: হাবিবুল্লাহ, মো: জয়নাল আবেদীন, রুপন দে, রনি দে, আরাফাত, রাশেদ, আব্বাস, মো: হুমায়ন, ফোরকান, শওকত, মাহাবুব আলম, জাহেদুল ইসলাম সহ বালাঘাটা এভারগ্রীণ ফ্রেন্ডস ক্লাবের বিভিন্ন পদের কার্যনির্বাহী সদস্য ও স্থানীয় সুশিল সমাজের প্রতিনিধিরা।
এসময় গত ২২ ডিসেম্বর এভারগ্রীণ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারীর মধ্যে ট্যালেন্টপুল ১০ জন ও সাধারণ ৪৬ সহ মোট ৫৬ জন মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন অতিথিরা।